সোয়া সুজি বল

Copy Icon
Twitter Icon
সোয়া সুজি বল

Description

Cooking Time

Preparation Time :15 Min

Cook Time : 20 Min

Total Time : 35 Min

Ingredients

Serves : 3
  • 1 কাপ গনেশ এর সুজি


  • 1 আমূল এর টক দই


  • 1চা চামচ গোলমরিচ এর গুঁড়ো


  • 1চা চামচ এভারেস্ট এর চাট মশলা


  • 1চা চামচ আশীর্বাদ এর নুন


  • 1কাপ বিস্কুট এর গুঁড়ো


  • 1/2চা চামচ ভাজা জিরে গুঁড়ো


  • 1টেবিল চামচ পিয়াজ কুচি


  • 1টেবিল চামচ গাজর কুচি


  • 1টেবিল চামচ টমেটো কুচি


  • 1টেবিল চামচ ধনেপাতা কুচি


  • 1টেবিল চামচ ফুলকপি কুচি


  • 1/8চা চামচ খাবার সোডা


  • 1টেবিল চামচ ফরচুন এর সাদা তেল


  • 2টেবিল চামচ সেদ্ধ করে কুচানো সয়াবিন


  • 200মিলিঃ ফরচুন এর সাদা তেল ভাজার জন্য


  • 1টেবিল চামচ চিনি


  • 1কাপ জল

Directions

  • সুজির সাথে টক দই, নুন, গোলমরিচ এর গুঁড়ো, জিরে গুঁড়ো আর চিনি মিশিয়ে 15 মিনিট মতো রেখে দিতে হবে
  • এর মধ্যে জল আর খাবার সোডা মিশিয়ে একটা ব্যাটার বানাতে হবে
  • এবার চাটুতে একটু সাদা তেল দিয়ে এই ব্যাটার তারপর থেকে 1 হাতা ঢেলে দিতে হবে
  • এর উপর দিতে হবে কুচানো সব সবজি, পিয়াজ আর সয়াবিন
  • তলা তা হয়েছে গেলে উল্টে দিতে হবে খুব আসতে
  • একটু তেল দিয়ে দিতে হবে নিচের দিকে
  • 2 পিঠ ভাজা হলে নামিয়ে নিতে হবে
  • এবার অল্প গরম থাকতে থাকতে হাতের সাহায্যে গোল গোল বলের আকারে গড়ে নিতে হবে
  • এই পদ্ধতি তে সব কটা বল বানিয়ে নিতে হবে
  • এবার একটা থালায় বিস্কুট এর গুঁড়ো ছড়িয়ে দিতে হবে
  • বল গুলোতে বিস্কুট এর গুঁড়ো মাখিয়ে নিতে হবে
  • কড়াইতে তেল দিয়ে গরম হলে মিডিয়াম আঁচে বাদামী করে ভেজে নিতে হবে